thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

অলরাউন্ডার মিরাজ বিয়ে করেছেন

২০১৯ মার্চ ২১ ১৮:৩৭:১১
অলরাউন্ডার মিরাজ বিয়ে করেছেন

খুলনা ব্যুরো : বাস্তব জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন ক্রিকেটার অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ । কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ক্রিকেটার মিরাজ বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতি'র সঙ্গে আকদ এর মাধ্যমে অঙ্গীকারা বদ্ধ হন মিরাজ। পারিবারিক ভাবে আলোচনার মাধ্যমে এই বিয়ে হয়েছে বলে এলাকাবাসী জানান।

খুব ঘরোয়া ভাবে এবং মিডিয়া কর্মীদের প্রবেশাধিকার সংরক্ষণ করে খালিশপুর কাশিপুর এলাকায় ৩তলা ভবনের একটি ছাদে ছামিয়ানা টাঙ্গিয়ে বিবাহ অনুষ্টান পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এই সময় সেখানে ২০/২৫ জন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। তবে আয়োজন দেখে শ’খানেক লোকের আপ্যায়ন করা হয়েছে বলে মনে হয়েছে ।

পরিচয় গোপন করে একজন সাংবাদিক বিয়ের মোনাজাত দৃশ্য ধারন করেন। মোনাজাত শেষে মেহেদী হাসান মিরাজ জানান আজ রাত নয়টায় তার বাসভবনে তিনি আনুষ্টানিক ভাবে সাংবাদিকদের বিয়ের কথা প্রকাশ করবেন। তিনি করজোড়ে বিয়ের অনুষ্ঠানের বা কন্যার কোনো ছবি তুলতে নিষেধ করেন।

মেহেদী হাসান মিরাজ বলেন, আগামী ঈদের পর বিবাহের আনুষ্ঠানিকতা হবে। মীরাজের শ্বশুর পেশায় একজন চাকরিজীবী।


দ্য রিপোর্ট/ টিআইএম/২১-০৩-১৯

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর