thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পিস্তল নিয়ে প্রবেশে এবার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২০১৯ মার্চ ২২ ২৩:০৫:০১
পিস্তল নিয়ে প্রবেশে এবার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : পূর্বঘোষণা ছাড়াই আগ্নেয়াস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশের অভিযোগে মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় নভোএয়ারের যশোরগামী একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।

নিরাপত্তাকর্মীরা জানান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ব্যক্তি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট দাবি করে নিরাপত্তাকর্মীদের হুমকিও দেন। তার হেফাজত থেকে লাইসেন্সকৃত একটি পিস্তল ও ৩৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক উইং কমান্ডার নুরে আলম সিদ্দিকী জানান, সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মুজিবুর রহমান। এ সময় অ্যাভিয়েশন সিকিউরিটির তল্লাশিকালে তার সঙ্গে পিস্তল ও ৩৫ রাউন্ড গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। পূর্বঘোষণা ছাড়াই তিনি অগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে টার্মিনালে প্রবেশ করেন।

বিমানবন্দর থানার এসআই আল আমিন সমকালকে জানান, অস্ত্র আইনে মামলা করে মুজিবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর