thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হবিগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে খুন

২০১৯ মার্চ ২৩ ১১:০৪:৪৯
হবিগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে খুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার যাত্রাপাশা মহল্লায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ময়না মিয়া (৬০)। তিনি ৪ নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়না মিয়া নামে ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ একটি ডুবায় ফেলে দেয়। লাশের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর