thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

দীপিকার আপত্তি

২০১৯ মার্চ ২৩ ১৯:৪০:৩১
দীপিকার আপত্তি

দ্য রিপোর্ট ডেস্ক: এই সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গেলো বছরের শেষদিকে প্রেমিক রণবীর সিংকে বিয়ে করেন তিনি। সেই সুবাদে রণবীরকে যারা ভাই বলে ডাকেন, তাদের সম্পর্কে দীপিকা এখন ভাবী!

এদিকে ভিকি কৌশলও বলিউডে রণবীরের জুনিয়র। রণবীরকে তিনি ভাই সম্বোধন করেন। সেকারণে দীপিকা তো তার ভাবীই হবেন।

কিন্তু এই সরল সমীকরণ অন্য সবাই মেনে নিলেও মানতে নারাজ দীপিকা। ফলে দীপিকাকে ‘ভাবী’ বলে ডেকে বিপাকে পড়লেন ভিকি।

ঘটনাটি খুলে বলা যাক, সম্প্রতি একটি অ্যাওয়ার্ডের মঞ্চে গিয়েছিলেন দীপিকা-রণবীর। সেখানে উপস্থাপকের ভূমিকায় ছিলেন কার্তিক আরিয়ান এবং ভিকি কৌশল। এ সময় জোর করে মঞ্চে আবারও দীপিকা-রণবীরের বিয়ে দেন কার্তিক ও ভিকি।

মঞ্চে সকলের সামনে দীপিকাকে ভাবী বলে সম্বোধন করেন ভিকি। এরপরই দীপিকার মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি যে একটুও খুশি হননি তা স্পষ্ট বুঝিয়ে দেন।
দীপিকা সঙ্গে সঙ্গে ভিকিকে বলেন, আর যাই হোক ‘ভাবী’ বলে যেন তাকে না ডাকা হয়। তবে গোটা ঘটনাটিই দীপিকা মজার ছলে ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দীপিকা-রণবীরের প্রেমের ব্যাপারে বরাবরই চুপ থেকেছেন। তাদের বিয়ের অনুষ্ঠানেও বেশ গোপনীয়তা রাখা হয়। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন তারা।

(দ্য রিপোর্ট/এমএসআর/২৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর