thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জে ছাত্র হত্যায় হেলপার আটক

২০১৯ মার্চ ২৪ ০৮:২৬:৪১
সুনামগঞ্জে ছাত্র হত্যায় হেলপার আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ওয়াসিম আফনানকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার ঘটনায় হেলপার মাসুক আলীকে (৪০) আটক করেছে সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ।

শনিবার রাত ২টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সিংচাপইড় গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে। হেলপার মাসুক আলী সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালিয়ে মাসুক আলীকে আটক করা হয়। পরে তাকে সুনামগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সুপার বরকতুল্লাহ খান জানান, আটক মাসুক আলীকে মৌলভীবাজার জেলা পুলিশে হস্তান্তর করা হবে।

এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে চলন্ত বাস থেকে ফেলে সিকৃবির শিক্ষার্থী ওয়াসিম আফনান হত্যার ঘটনায় বাস চালককে আটক করে পুলিশ। শনিবার রাত পৌনে ১১টার দিকে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে মহানগর দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে আটক করে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর