thereport24.com
ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১,  ১০ রবিউল আউয়াল 1446

চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীকে ১ দিনের জামিন

২০১৪ মার্চ ০৯ ১৪:৩৬:১৫
চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীকে ১ দিনের জামিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চেক প্রতারণা মামলায় এক দিনের জামিন পেয়েছেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও শিল্পপ্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সের (এমইবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলম।

তিনি মহানগর ম্যাজিস্ট্রেট এসএম মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে রবিবার দুপুরে জামিন আবেদন করলে আদালত সোমবার অভিযোগ গঠনের দিন পর্যন্ত তার জামিন মঞ্জুর করে।

আদালত সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের অংশ হিসেবে ২০১২ সালের ৩ এপ্রিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের আগ্রাবাদ শাখার বিপরীতে ২১ কোটি ৩৩ লাখ টাকার একটি চেক দেয় এমইবি গ্রুপ। ওই বছরের ৪ এপ্রিল চেকের বিপরীতে টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়। এরপর ৫ এপ্রিল তাদের প্রথম দফা নোটিশ দেয় ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ।

কয়েক দফা লিগ্যাল নোটিশ দিয়েও ঋণগ্রহীতার সাড়া পাওয়া যায়নি। পরে ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখার বিশেষ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী ব্যবস্থাপক আরিফুল হক বাদী হয়ে ২০১২ সালের ৫ জুন আদালতে একটি মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/কেএইচসি/ইইউ/এএস/এজেড/মার্চ ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর