thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বড় দরপতনে শেয়ারবাজার

২০১৯ মার্চ ২৪ ১৯:১৫:০৯
বড় দরপতনে শেয়ারবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বড় দরপতনের মধ্য দিয়ে আজ রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৮ পয়েন্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২০ পয়েন্ট।

ডিএসইতে আজ দিনভর লেনদেনের গতি ছিল কম। দিন শেষে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর লেনদেন হয় ৩৫৩ কোটি ৬৩ লাখ টাকা।

আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২০৬টির আর দর অপরিবর্তিত আছে ৪৩টির।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৩০ পয়েন্ট। মোট লেনদেন হয় ৩৯০ কোটি ৯৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, বিএটিবিসি, সুহৃদ, মুন্নু সিরামিকস, জেএমআই সিরিঞ্জেস, ন্যাশনাল পলিমার ও লিগ্যাসি ফুটওয়্যার।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৮৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
পিআই ২২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৮৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
এস

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর