thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ঝালকাঠিতে দুটি হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০১৯ মার্চ ২৬ ১৬:৫৯:১৫
ঝালকাঠিতে দুটি হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: জেলার রাজাপুর উপজেলায় দুটি হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল আটটায় উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা এলাকার মাঠ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম শুভ। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও পশ্চিম বড়াইয়া গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে।

পুলিশ জানিয়েছে শুভর নামে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

নিহত শুভর বাবা আব্দুল্লাহ আল মাহবুব জানান, সোমবার রাত থেকে নিখোঁজ ছিল শুভ। সকালে স্থানীয়রা কলাকোপা মাঠে শুভকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এসময় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন ছিল। তাকে সেখান থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল ইসলাম জানান, শুভর নামে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর