thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আবরারকে চাপা দেয়া বাসের সহকারী গ্রেফতার

২০১৯ মার্চ ২৭ ১১:৫৪:১৭
আবরারকে চাপা দেয়া বাসের সহকারী গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী হত্যা (সড়ক দুর্ঘটনায় নিহত) মামলায় ঘাতক সু-প্রভাত বাস চালকের সহকারীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি ডিবি (উত্তর) সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, দুর্ঘটনার সময় তিনিই (চালকের সহকারী) গাড়ি চালাচ্ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ বিষয়ে আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টায় প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর