thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

মিজু আহমেদ চলে যাবার দুই বছর আজ

২০১৯ মার্চ ২৭ ১২:১১:৫৪
মিজু আহমেদ চলে যাবার দুই বছর আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশীয় চলচ্চিত্রের দাপুটে খলঅভিনেতা মিজু আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বুধবার (২৭ মার্চ)। দুই বছর আগে আজকের এইদিনে শুটিংয়ের কাজে দিনাজপুর যাচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মিজু আহমেদ। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ায় ১৯৫৩ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন মিজু আহমেদ। তার প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশব থেকে থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন এই অভিনেতা। কাজ করেছেন কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলে। ১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন। অল্প সময়েই একজন দাপুটে খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

মিজু আহমেদ অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- তৃষ্ণা, মহানগর, স্যারেন্ডার, চাকর, সোলেমান ডাঙ্গা, ত্যাগ, বশিরা, আজকের সন্ত্রাসী, হাঙ্গর নদী গ্রেনেড, কুলি, লাঠি, লাল বাদশা, গুন্ডা নাম্বার ওয়ান, ঝড়, কষ্ট, ওদের ধর, ইতিহাস, ভাইয়া, হিংসা প্রতিহিংসা, বিগ বস, আজকের সমাজ, মহিলা হোস্টেল, ভন্ড ওঝা প্রভৃতি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর