thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ঢাকা ও নারায়ণগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিএনপির সংশোধনী

২০১৯ মার্চ ২৮ ০৮:০৮:৩৪
ঢাকা ও নারায়ণগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিএনপির সংশোধনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সংশোধনী দিয়েছে বিএনপি।

কমিটি গঠন নিয়ে বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এর চার ঘণ্টার মাথায় রাত ১০টার দিকে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান তিনি।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির ২৬৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন সভাপতিকে ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর