thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিশ্বাস রাখুন, পুঁজিবাজারে সফলতা আসবেই : অর্থমন্ত্রী

২০১৯ মার্চ ২৮ ১২:২৯:৫০
বিশ্বাস রাখুন, পুঁজিবাজারে সফলতা আসবেই : অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারকে একদিকে সরিয়ে দিয়ে দেশের অর্থনীতি চিন্তা করা যায় না। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের প্রতি, দেশের প্রতি বিশ্বাস রাখুন; আমাদের কেউ ঠকাতে পারবে না—আমরা জিতবো, জিতবোই। পুঁজিবাজারের সফলতা আসবেই।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স ২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, আমি পুঁজিবাজারের সফলতা দেখতে চাই। বিশ্বের যে দেশের অর্থিনীতি যত বড় সেই দেশের পুঁজিবাজার তত বেশি শক্তিশালী। বাংলাদেশে তার ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। আমি পুঁজিবাজারকে ঠেলে দিয়ে অর্থনীতির সমৃদ্ধির সূচক এগিয়ে নিয়ে যেতে চাই না। অর্থনীতির সূচকের সাথে পুঁজিবাজারের সূচককে এক সাথে গেথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, সামনে বাজেট সেখানে পুঁজিবাজারের জন্য কি রাখবো তা আমি আগে থেকে বলবো না। পুঁজিবাজারের দিকে সরকারের সুনজর আছে। আমি পুঁজিবাজারকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। পুঁজিবাজারের ব্যাপক অবকাঠামে উন্নয়ন হয়েছে। একটি জিনিস বাদ আছে সেটা হচ্ছে মানুষের মাইন্ড চেঞ্জ করা। সেটা যদি করা যায় তাহলে তাহলে বাজারের আরও উন্নয়ন হবে।

বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থিক বিভাগের সচিব আসাদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিএসইসির কমিশন সদস্য কামারুজ্জামান, স্বপন কুমার বালা ও হেলাল উদ্দিন নিজামী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর