thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দর্জি নিহত

২০১৯ মার্চ ২৯ ১০:৫২:০৯
কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দর্জি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: জেলার সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওমর আলী শেখ (৬০) নামের এক দর্জি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশ থেকে ওমর আলীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আফসার শেখের ছেলে। স্থানীয় ভাদালিয়া বাজারে টেইলার্সের দোকান রয়েছে তাঁর।

স্থানীয়রা জানান, গতকাল রাতে বেলঘরিয়া ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় ওমর আলীকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর তাঁকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।

নিহত ওমর আলীর ছোট ভাই আবদার শেখ জানান, ভাদালিয়া বাজারে টেইলার্সের দোকান রয়েছে ওমর আলীর। অন্যান্য দিনের মতো গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, কী কারণে ওমর আলীকে হত্যা করা হয়েছে, তা উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর