thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল 25, ১১ বৈশাখ ১৪৩২,  ২৫ শাওয়াল 1446

এফআর টাওয়ারে আগুন নিহতের সংখ্যা বেড়ে ২৫

২০১৯ মার্চ ২৯ ১১:৪২:১৩
এফআর টাওয়ারে আগুন নিহতের সংখ্যা বেড়ে ২৫

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে বৃহস্পতিবার আগুন লেগে ২৫জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে দমকল বাহিনীর কর্মকর্তারা ১৯জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন।

শুক্রবার সকালে গুলশান থানার উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ খান জানিয়েছেন, বনানীর আগুনে ২৫ জনের লাশ আমরা পেয়েছি। এদের মধ্যে ২৪জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় অন্তত ৭৪জন আহত হয়েছে বলে পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে।

শুক্রবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শাজাহান শিকদার জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি প্রত্যেক তলায় লাশের খোঁজে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

তিনি বলেছেন, প্রত্যেক তলায় অনেক ছোট ছোট কক্ষ এবং টয়লেট রয়েছে। সবজায়গায় তাদের তল্লাশি চলছে।

বৃহপতিবার দুপুর ১টার দিকে বনানীর ২২ তলা এফআর টাওয়ার ভবনে আগুন লাগে।

এ সময় ছাদ থেকে রশি ও তার বেয়ে নামতে গিয়ে হতাহতের কিছু ঘটনা ঘটে। রাতে আগুন পুরো নেভানোর পর ভবনের বিভিন্ন ফ্লোর থেকে অনেকের লাশ উদ্ধার করে পুলিশ।

দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আনোয়ার বলেছেন , আগুন রাতে নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ বন্ধ রাখা হয়, তবে আবার যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সারারাতই ঘটনাস্থলে ছিল।

আগুন নিয়ন্ত্রণে আনতে কেন এত সময় লাগলো - সে প্রশ্নের উত্তরে মি আনোয়ার বলেন, একটি বহুতল ভবনের জন্য যেরকম অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকার কথা, সেরকম আমরা দেখতে পাইনি।

এছাড়া বহুতল ভবনে আগুন নেভানোর জন্য যেসব গাড়ি প্রয়োজন সেগুলো দূর থেকে নিয়ে আসার কারণে এবং রাস্তায় যানজট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরী হয় বলে জানান মি. আনোয়ার।

বনানীর ওই ভবনটি রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে তৈরি করা বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর