thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

হালি পূরণের সামনে ফেদেরার

২০১৯ মার্চ ২৯ ২২:০৬:০৫
হালি পূরণের সামনে ফেদেরার

দ্য রিপোর্ট ডেস্ক : মায়ামি ওপেন টেনিসের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ষষ্ঠ বাছাই সাউথ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে তিনি ৬-০, ৬-৪ গেমে পরাজিত করেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ কানাডার ডেনিস শাপোভালোভ।

২০১৭ সালে সর্বশেষ মায়ামি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ফেদেরার। এবার চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নেমে সঠিক পথেই এগোচ্ছেন তিনি। এই নিয়ে সাতবার এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন রজার।

অন্যদিকে, প্রতিযোগিতার ২০তম বাছাই কানাডার ডেনিস শাপোভালোভ ৬-৭ (৫/৭), ৬-৪ ও ৬-২ গেমে ২৮তম বাছাই ফ্রান্সিস তিয়াফোকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন। ফেদেরারের মুখোমুখি হওয়ায় এবার তার সামনে কঠিন লড়াই।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর