thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জুলাই 25, ৫ শ্রাবণ ১৪৩২,  ২৫ মহররম 1447

ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-নৌবাহিনী

২০১৯ মার্চ ৩০ ০৮:২২:৪৬
ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-নৌবাহিনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

শনিবার (৩০ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়। এরপর আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনাবাহিনী।

প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচাবাজার থেকে আগুন গুলশান শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে।

ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, ২০১৭ সালের ২ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগে তার সর্বস্ব পুড়ে যায়। এবারও আগুনে তার চারটি ক্রোকারিজের দোকান পুড়ে গেছে।

এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।

এর ১৫ মিনিটের মধ্যে মার্কেটটি ধসে পড়ে। ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর