thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

বাবার আগেই বিজেপি ছাড়া উচিত ছিল: সোনাক্ষী সিনহা

২০১৯ মার্চ ৩১ ১২:০২:৫৯
বাবার আগেই বিজেপি ছাড়া উচিত ছিল: সোনাক্ষী সিনহা

দ্য রিপোর্ট ডেস্ক: আজীবন বিজেপি করা শত্রুঘ্ন সিনহা সম্প্রতি যোগ দিয়েছেন কংগ্রেসে।ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে তার এ দলবদল সবাইকে চমকে দিয়েছে।বেশ সমালোচনার মুখেও পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা।

তবে বাবার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সোনাক্ষী সিনহা। নিন্দুকদের কড়া সমালোচনা করতে ছাড়েননি তিনি।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সোনাক্ষী মনে করেন তার বাবার আরও আগেই বিজেপি ছাড়া দরকার ছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীকে তার বাবার দলবদল নিয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে সোনাক্ষী জানান, বিজেপি থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেয়ার সিদ্ধান্তে তিনি বাবার পাশেই আছেন। এছাড়া তিনি আরও জানান, এই সিদ্ধান্ত আরও আগেই নেয়া উচিৎ ছিল তার বাবার।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সোনাক্ষী বলেন, ‘কংগ্রেসে যোগ দেয়া বাবার সিদ্ধান্ত। জেপি নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী এবং আদভানীর সময় থেকেই শত্রুঘ্ন সিনহা বিজেপির সদস্য। দলের সদস্য হিসেবে আমার বাবার দলের মধ্যে একটা জায়গা আছে, সম্মান আছে । কিন্তু আমার মনে হয় বর্তমানে দলের কেউই যথাযথ সম্মান বাবাকে দিতে পারেনি। আমি মনে করি, বাবা একটু বেশিই দেরি করেছেন সিদ্ধান্ত নিতে। অনেক আগেই বাবার এটা করা উচিত ছিল।’

বাবার পক্ষ নিয়ে এএনআইকে সোনাক্ষী বলেন, ‘আমি মনে করি, নিজের চারপাশের ঘটনাক্রম নিয়ে আপনি যদি খুশি না হন তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নেয়ার মধ্যে কোনো লজ্জা থাকার কথাই নয়!’

বিহারের পাটনা সাহিব আসন থেকে ২০০৯ ও ২০১৪—এই দুই মেয়াদে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন ৭২ বছর বয়সী এই অভিনেতা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর