thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ বোনের

২০১৯ মার্চ ৩১ ১২:১৩:৫১
কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ বোনের

মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর পতনউষার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪)।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির উঠানে খেলছিল সাদিয়া ও মুন্নী। এ সময় আকস্মিম বজ্রপাত হলে ঘটনাস্থলেই সদিয়া আক্তার মারা যায়। আর মুন্নী আক্তারকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। তারা দুজনই পতনঊষার মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দিনমজুর জুনেদ মিয়ার তিন সন্তান খেলাধুলা করছিল। বজ্রপাতে ছোট ২ সন্তান প্রাণ হারিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সরকারের পক্ষ থেকে নিহত ২ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর