thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বনানীর অগ্নিকাণ্ডের মামলা তদন্তে ডিবি

২০১৯ মার্চ ৩১ ১২:৩৯:৫২
বনানীর অগ্নিকাণ্ডের মামলা তদন্তে ডিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) কাছে স্থানান্তর করা হয়েছে।

ডিবি উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল রোববার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এর নতুন আইও ইন্সপেক্টর জালাল।

তিনি আরও বলেন, মামলাটিতে এখন পর্যন্ত আমরা ভবনটির মালিক ফারুক ও তাসভীর উল ইসলামকে গ্রেফতার করতে পেরেছি। আজ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এর আগে গতকাল শনিবার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

গত বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে লাগা আগুনে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫০ জনের বেশি লোক রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। শনিবার দিনগত রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকেও আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর বারিধারার বাসভবন থেকে তাসভীর উলকে গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর