thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নির্বাচনী সামগ্রী নিয়ে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

২০১৯ এপ্রিল ০১ ০৯:৪৯:০৫
নির্বাচনী সামগ্রী নিয়ে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী সামগ্রী নিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর হোগলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নারীসহ তিনজন নিখোঁজ রয়েছে।

রোববার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

তারা হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন ও পুলিশের টিএসআই সেলিম। নিখোঁজ নারী আনসার সদস্যের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যার দিকে ভোট গণনা শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে ট্রলারটি চর কিশোরগঞ্জের বালুর ঘাট থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। ট্রলারটি মাঝ নদীতে আসার কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও নারীসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজদের সন্ধানে র‌্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিটিএ যৌথভাবে তল্লাশি শুরু করেছে।

তিনি আরও জানান, ট্রলারটিতে থাকা অস্ত্র, গুলি ও ব্যালট পেপারের কি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর