thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিদেশে ভালো খেলাই আমাদের লক্ষ্য: সাকিব

২০১৩ নভেম্বর ০৯ ১৬:১৯:২৫
বিদেশে ভালো খেলাই আমাদের লক্ষ্য: সাকিব

দিরিপোর্ট২৪ ডেস্ক: ডেঙ্গু জ্বরের কারণে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলতে পারেননি সাকিব আল হাসান। তবে দলের পারফর্মে মুগ্ধ সাবেক অধিনায়ক। বলেছেন ‘এবার আমাদের লক্ষ্য বিদেশের মাটিতে ভালো পারফর্ম করা।’

অসুস্থতার জন্য ৩ কেজি ওজন কমেছে সাকিবের। শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে আরো ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই অলরাউন্ডারকে।

দলের নির্ভরযোগ্য ক্রিকেটার সাকিব। কিন্তু তাকে ছাড়াই কিউইদের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আর সফরকারীদের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। এ বিষয়ে সাকিব বলেছেন ‘আমরা জানি বিদেশের মাটিতে কি করে ভালো খেলতে হয়। আমরা বিদেশের মাটিতে বেশ কিছু ম্যাচ জিতেছি। এই বছর শ্রীলঙ্কা সফরে আমরা ভালো খেলেছি। আশা করি, সব দলের বিপক্ষেই ভালো খেলতে পারবো। এখন আমাদের লক্ষ্য বিদেশের মাটিতে আরও ভালো করা।’

বাঁহাতি এই ক্রিকেটার বলেন, ‘দলে এখন অনেক পারফর্মার। আমরা গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছি। পাকিস্তান ছাড়া আমরা দেশের মাটিতে সব দলকেই হারিয়েছি। সুখবর হচ্ছে নিয়মিত জয়ের দেখা পাচ্ছি আমরা।’

দলগতভাবে পারফর্ম করতে পারা বাংলাদেশ দলের জন্য এই সিরিজে সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন সাকিব। রুবেল হোসেন, নাঈম ইসলাম ও শামসুর রহমানের ম্যাচ উইনিং পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।

ওয়ানডে সিরিজে সাকিবের পরিবর্তে দলে খেলার সুযোগ পান নাঈম ইসলাম। সাকিব বলেছেন, ‘নাঈম ভাই দুই টেস্টেই বসে ছিলেন। প্রথম ওয়্নডেতে ভালো খেলায় তিনি আত্মবিশ্বাস ফিরে পান, যা পরবর্তী দুই ম্যাচে তাকে ভালো খেলতে সহায়তা করেছে।’

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/ডব্লিউএস/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর