thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

শাহরুখ সব সময় লেট লতিফ: গৌরী খান

২০১৯ এপ্রিল ০২ ১১:২৮:৪৬
শাহরুখ সব সময় লেট লতিফ: গৌরী খান

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খানকে লেট লতিফ বললেন তার স্ত্রী গৌরী খান।

শনিবার মুম্বাইয়ে হিন্দুস্তান টাইমস এর আয়োজন ‘ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০১৯’ অনুষ্ঠানে গৌরী খান বলেন, ‘যদি কোনো পার্টিতে আমাদের একসঙ্গে যাওয়ার কথা থাকে, তখন দেখা যায় আমি ২০ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাই। কিন্তু শাহরুখের তৈরি হওয়ার জন্য দুই থেকে তিন ঘণ্টা লেগে যায়।’

ওই অনুষ্ঠানে সবচেয়ে স্টাইলিশ কাপলের পুরস্কার পান বলিউডের এ সময়ের অন্যতম প্রভাবশালী দম্পতি শাহরুখ খান ও গৌরী খান।

মঞ্চে পুরস্কার নিতে এসে গৌরী খান বলেন, ‘আজকের অনুষ্ঠানের জন্য তৈরি হতে অনেক চেষ্টা করে আমি দুই-তিন ঘণ্টা সময় নিয়েছি। আর ওর প্রায় ছয় ঘণ্টা লেগেছে।’

এ সময় তার পাশেই দাঁড়িয়েছিলেন বলিউডের কিং খান। একটু লজ্জা পেলেও হাসি থামাতে পারেননি।

স্ত্রীকে থামিয়ে দিয়ে তিনি বললেন, ‘আমার মনে হয়, এ কারণেই আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না।’ শুনে দর্শকসারিতে বসে থাকা সবাই হেসে ওঠেন।

অনুষ্ঠান থেকে বাসায় ফিরে এসে সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরী খান। সঙ্গে লিখেছেন, ‘সত্যি এই সন্ধ্যাটা আমরা খুব উপভোগ করেছি।’

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর