thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পুঁজিবাজারের উন্নয়নে বিএমবিএ’র চার প্রস্তাব

২০১৯ এপ্রিল ০২ ২২:১০:৪৪
পুঁজিবাজারের উন্নয়নে বিএমবিএ’র চার প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের উন্নয়নের জন্য চারটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি মনে করে তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নিলে পুঁজিবাজারকে গতিশীল করার জন্য তারা আরও বেশি কাজ করতে পারবে।

মঙ্গলবার (২ এপ্রিল) বাজেট প্রস্তাবনায় বিএমবিএ’র সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এই প্রস্তাব দিয়েছেন। এসময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।

প্রস্তাবনাগুলো হলো- মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার কমানো, বিনিয়োগকারীদের লভ্যাংশের আয় করের সীমা বাড়ানো, মূলধনী লাভের উপর কর কমানো এবং কোম্পানিগুলো ২০ শতাংশের বেশি নগদ লভ্যাংশ দিলে কর ছাড় বাড়ানো।

বিএমবিএ মনে মরে, বিদ্যমান ৩৭.৫০ শতাংশ কর হার কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে আনলে প্রতিষ্ঠানগুলোর কজে আরও গতি বাড়বে। এতে করে পুঁজিবাজার লাভোবান হবে।

এছাড়া লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য মূলধনী লাভের উপরে ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কর হার এবং কমপক্ষে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিকে ১০ শতাংশ কর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর