thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে সিএসইর ১০ প্রস্তাব

২০১৯ এপ্রিল ০২ ২২:৩৫:২৩
বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে সিএসইর ১০ প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে করপোরেট ট্যাক্স কমানোসহ ১০টি প্রস্তাব উপস্থাপন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল ৩টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এসব প্রস্তাব তুলে ধরে সিএসই।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- করপোরেট করহার পুনঃবিন্যাস, নতুন তালিকাভুক্ত কোম্পানির কর অব্যাহতি, এসএমই কোম্পানিগুলোর জন্য নতুন কর হার, করমুক্ত লভ্যাংশের সীমা পুনঃনির্ধারণ, কোম্পানি করদাতা কর্তৃক অপর তালিকাভুক্ত কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয়ের উপর কর মওকুফ, তালিকাভুক্ত/অ-তালিকাভুক্ত বন্ডের সুদ আয়ের উপর কর অব্যহতি, বন্ড লেনদেনের উপর কর প্রত্যাহার, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) এ তালিকাভুক্ত কোম্পানিসমূহের কর সুবিধা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কর অব্যহতির সুবিধা এবং স্টক এক্সচেঞ্জ সদস্যদের উপর উৎসে কর কর্তনের কর হ্রাস।

তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে সিএসই। সিএসই মনে করে, এই কর হার কমানো হলে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যকার কর হার বৃদ্ধির মাধ্যমে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। যা পুঁজিবাজারকে সমৃদ্ধি করবে এবং স্বচ্ছ করপোরেট রিপোর্টিং এর মাধ্যমে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।

এছাড়া নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় তিন বছর করমুক্ত রাখা, এসএমই কোম্পানিগুলোর প্রথম তিন বছর শূণ্য এবং পরবর্তী বছরসমূহ ১০ শতাংশ হাতে কর হার নির্ধারণ করা, কর মুক্ত লভ্যাংশের সীমা ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা নির্ধারণ করা, কোম্পানি করদাতা কর্তৃক অপর তালিকাভুক্ত কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয়ের উপর কর মওকুফ করা, জিরো কুপন বন্ডসহ সকল প্রকার তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত বন্ডের সুদের উপর কর অব্যহতি প্রদান করা, পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল বন্ড লেনদেনের ক্ষেত্রে কর প্রত্যাহার করা, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) এ তালিকাভুক্ত কোম্পানিসমূহের তালিকাভুক্ত কোম্পানির ন্যায় সুবিধা প্রদান করা, কৌশলগত বিনিয়োগকারীকে শেয়ার বিক্রির জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কর অব্যহতির সুবিধা দেওয়া এবং স্টক এক্সচেঞ্জ সদস্যদের নিকট থেকে উৎসে আয়কর কর্তনের হার বিদ্যমান ০.০৫ শতাংশ থেকে পূর্ববর্তী ০.০১৫ শতাংশ এ পুনঃনির্ধারণ করার দাবি জানিয়েছে সিএসই।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর