thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

চেকপোস্টে মোটরসাইকেল থামাতে গিয়ে কনস্টেবলের মৃত্যু

২০১৯ এপ্রিল ০২ ২২:৪০:৪২
চেকপোস্টে মোটরসাইকেল থামাতে গিয়ে কনস্টেবলের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের চাপায় আব্দুল মোতালিব নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের গাজীপুর-রানীগঞ্জ-চরসিন্দুর বাইপাস সড়কের চরসিন্দুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল আব্দুল মোতালিবের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়।

কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া জানান, থানার এসআই রুপম সঙ্গীয় ফোর্স নিয়ে চরসিন্দুর ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসান। এ সময় দুই আরোহীকে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে আসতে দেখে কনস্টেবল আব্দুল মোতালিব থামার সংকেত দেন। আরোহীরা সংকেত না মেনে মোতালিবকে চাপা দিলে তিনি আহত হন। এ সময় মোটরসাইকেলসহ আরোহীরাও রাস্তায় পড়ে যান। পরে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় কনস্টেবল মোতালিবকে উদ্ধার করে পাশ্ববর্তী পলাশ উপজেলার একটি প্রাইভেট ক্লিনিককে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ওসি জানান, মোটরসাইকেলসহ হাসিবুল ইসলাম ও এলাহী সিয়াম নামে দুই আরোহীকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর