thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ২

২০১৯ এপ্রিল ০৩ ১৫:২৮:০৫
নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি : বালুবোঝাই ট্রাকের চাপায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার শুকনাপুরি এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুলের ছেলে অটোচালক লালচান খাঁ (৩০) এবং পূর্বধলা উপজেলার লাটুরিয়া গ্রামের মো. আ. মালেকের ছেলে আজিজুল হক (৪৬)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেলা সোয়া ১১টার দিকে ইঞ্জিনচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে দুর্গাপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সোমেশ্বরী নদীর বালু নিয়ে আসছিল ট্রাকটি। শুকনাপুরি এলাকায় বালুবোঝাই ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে দুইজন নিহত হন। আহত হন তিনজন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর