thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পাকিস্তানে বিরোধী দলগুলোর সংসদ বর্জন

২০১৩ নভেম্বর ০৯ ১৬:৩৩:২০
পাকিস্তানে বিরোধী দলগুলোর সংসদ বর্জন

দিরিপোর্ট২৪ ডেস্ক : তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে শান্তি আলোচনা ও মার্কিন ড্রোন হামলার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার না করা পর্যন্ত পাকিস্তানের প্রধান বিরোধী দলগুলো জাতীয় সংসদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। খবর রেডিও তেহরানের।

বিরোধী দলগুলোর মধ্যে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (টিআইপি), জামায়াতে ইসলামী, আওয়ামী মুসলিম পার্টি ও স্বতন্ত্র কয়েকজন সংসদ সদস্য সংসদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) সংসদ বর্জন করছে না।

পাকিস্তানের জামায়াতে ইসলামী দলের নেতা সাহেবজাদা তরিকুল্লাহ বলেন, ‘তালেবানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জাতীয় সংসদকে আস্থার অবস্থানে আসতে হবে।’ তরিকুল্লাহ তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়ার বিষয়ে বিরোধীদলগুলোর পক্ষ থেকে সর্বসম্মতভাবে নির্বাচিত প্রতিনিধি।

এদিকে, তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি প্রক্রিয়া নস্যাতের জন্য আমেরিকাকে দায়ী করেছে তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। তিনি বলেছেন, তালেবানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার সুযোগকে মার্কিন প্রশাসন সরাসরি ধ্বংস করেছে। সম্প্রতি মার্কিন ড্রোন হামলার মাধ্যমে টিটিপি নেতা হাকিমুল্লাহ মেহসুদকে হত্যা করে এ সুযোগ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন ইমরান।

ইমরান বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন সময় মেহসুদকে হত্যা করেছে যখন শান্তি প্রক্রিয়ার বিষয়ে তালেবানরা অনেক বেশি খোলা মনে কাজ করতে প্রস্তুত ছিল।’

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর