thereport24.com
ঢাকা, রবিবার, ২০ জুলাই 25, ৫ শ্রাবণ ১৪৩২,  ২৪ মহররম 1447

একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল

২০১৯ এপ্রিল ০৩ ১৮:১৯:৪৫
একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে ২৪ এপ্রিল। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ এক আদেশের মাধ্যমে এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। সংসদ শুরুর দিন এ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হয়েছিল। ২৬ কার্যদিবস চলার পর ১১ মার্চ অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে পাঁচটি বিল পাস হয়।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর