thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সিলেটে মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ আহত ২০

২০১৯ এপ্রিল ০৩ ২৩:২২:১৩
সিলেটে মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ আহত ২০

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর মাঠে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ওই মাঠে তরুণ ক্রীড়া চক্রের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এমন সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়াসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ৭-৮ আটজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে আটজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সায়মন আলী, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান।

আহত উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার শুরুতেই মঞ্চে থাকা প্রায় ৫০-৬০ জন অতিথিদের ভারে হঠাৎ করে মঞ্চ ভেঙে যায়। এ সময় মানুষের হুড়োহুড়িতে প্রায় ২০ জন আহত হন।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে খেলা পরিচালনা ও আইন লঙ্ঘন করে ড্রোন চালানোসহ আহতের ঘটনায় খেলা আয়োজকদের থানায় তলব করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর