thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ব্রাইটনকে হারিয়ে পাঁচ নম্বরে চেলসি

২০১৯ এপ্রিল ০৪ ০৮:২৭:১৫
ব্রাইটনকে হারিয়ে পাঁচ নম্বরে চেলসি

দ্য রিপোর্ট ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে উড়িয়ে দিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে চেলসি। বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে জিতেছে চেলসি।

ম্যাচের শুরু থেকে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা চেলসি ৩৮তম মিনিটে এগিয়ে যায়। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইয়ের গোলমুখে বাড়ানো বল ফ্লিকে জালে পাঠান অলিভিয়ে জিরুদ।

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে আরো দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ৬০তম মিনিটে রুবেন লোফ্টাস-চিকের ছোট পাস পেয়ে একজনকে কাটিয়ে ডি-বক্সে টুকেই জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন এদেন আজার। আর তিন মিনিট পর বেলজিয়ান ফরোয়ার্ডের ছোট পাস ধরে দূরপাল্লার উঁচু শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার লোফ্টাস-চিক।

৩২ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে চেলসির পয়েন্টও আর্সেনালের সমান ৬৩। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে মাওরিসিও সাররির দল। ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬১।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর