thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

পদ্মায় ফেরি থেকে পড়ে যুবক নিখোঁজ

২০১৯ এপ্রিল ০৪ ১০:২০:৪১
পদ্মায় ফেরি থেকে পড়ে যুবক নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী নৌঘাটে ফেরি থেকে পদ্মানদীতে পড়ে মেহেদী হাসান রকি (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তাকে উদ্ধারের জন্য শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রস্তুতি নিচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মেঘনা পরিবহনে করে কাঁঠালবাড়ী ঘাটে আসেন রকি। এ সময় তার ভাবিসহ পরিবারের অন্যান্য সদস্য ছিলেন। ফেরিতে গাড়ি উঠার পর তিনি গাড়ি থেকে নেমে ফেরির রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ান। এসময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে ওই যুবক নিখোঁজ হন। নিখোঁজ যুবক মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। তিনি তার খালাবাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তজা ফকির সাংবাদিবদের জানান, বুধবার রাতে ফেরি থেকে পা পিছলে নদীতে পড়ে যান যুবক মেহেদী হাসান রকি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে ঢাকা থেকে আমাদের ডুবুরি দল উদ্ধারের জন্য আসছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর