thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ফেরি থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

২০১৯ এপ্রিল ০৪ ১১:০৭:৪৭
ফেরি থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে ফেরি থেকে পড়ে নিখোঁজ মেহেদী হাসান রকির (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কাঁঠালবাড়ী ৩নং পন্টুনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে কাঁঠালবাড়ী ফেরিঘাটের ফেরি থেকে পড়ে রকি নিখোঁজ হন।

শিবচর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৯টা থেকে ডুবুরি দল ফেরিঘাটের পদ্মা নদীতে অভিযান চালায়। প্রায় ঘণ্টাখানেক অভিযান চালানোর পর ফেরির পন্টুনের নিচ থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান রকি মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। তিনি তার খালা বাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তোজা ফকির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর