thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সিরাজগঞ্জে বাড়িতে হাইভোল্টেজের তার ছিঁড়ে দগ্ধ ৭

২০১৯ এপ্রিল ০৪ ১৩:০৪:২৭
সিরাজগঞ্জে বাড়িতে হাইভোল্টেজের তার ছিঁড়ে দগ্ধ ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে বসতবাড়ির ওপর পড়ে পড়েছে। এসময় আগুনে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন, মারা গেছে একটি গরু ও একটি ভেড়া।

বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে রায়গঞ্জ পৌরসভার ধানঘরা ফুলজোড় নদীর পশ্চিমপাড় এলাকায়।

দগ্ধরা হলেন- মোহাম্মাদ আলী (৩৬), বায়েজিদ (৪২), রুবাইয়া (৫), আব্দুল আউয়াল (৫০), আলেয়া বেগম (৩০), হীরা খাতুন (১৮) ও জুরাইস (৩)।

আহতদের মধ্যে একজন শিশুসহ দুজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়া শজিমেক হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় ২০টির মতো সংযোগ মিটার ও মেইন সুইচ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় সংযোগ মিটারগুলোতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে অবাহিত করা হলে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ভুঁইয়াগাতী জোনাল অফিসের ডিজিএম মো. আবদুল কুদ্দুস জানান, ১১ হাজার ভোল্টেজের ওই লাইনের টপ তার ইনসুলেটর ভেঙে নিচে আরেকটি তারের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর