thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নরসিংদীতে ট্রেন থামিয়ে রেললাইনে আগুন জ্বালিয়ে ভাঙচুর

২০১৯ এপ্রিল ০৪ ১৪:৪৭:০৪
নরসিংদীতে ট্রেন থামিয়ে রেললাইনে আগুন জ্বালিয়ে ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। এ সময় ট্রেন থামিয়ে বগির জানালার গ্লাস ভাঙচুর করে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা বাশাইল রেলগেট ও তরোয়া এলাকায় এ অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে গাত চার দিন ধরে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন ইউএমসি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা বাশাইল রেলগেট এলাকায় অবরোধ করেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে ফেলেন। পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাঙচুর করেন।

পরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সদর মডেল থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে নিলে ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

রেল ফাঁড়ির এসআই ফিরোজ আহাম্মেদ বলেন, শ্রমিকরা অতর্কিতভাবে রেললাইন অবরোধ করেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রেনে বাশাইল তরোয়া এলাকায় ট্রেন থামিয়ে ফেলেন। ওই সময় শ্রমিকরা ট্রেনের জানালার গ্লাস ভাঙচুর করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর