thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০১৯ এপ্রিল ০৫ ০৯:২৭:৪১
রাজধানীতে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাব বলছে, তারা ডাকাত দলের সদস্য ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাতরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-২ এর নিয়ন্ত্রণ কক্ষে ফোন দেয়া হলে সেখান থেকে কনস্টেবল ইমরান গণমাধ্যমকে বলেন, সাতরাস্তা এলাকায় ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপভ্যানে করে ডাকাতি শেষে পালিয়ে যাচ্ছিল। এসময় র‌্যাবের চেকপোস্ট থেকে তাদের থামতে বলা হয়।

কিন্তু তারা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারা নিহত হয়েছেন বলে চিকিৎসক জানান।’

তিনি বলেন, ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আরও পরে জানানো যাবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর