thereport24.com
ঢাকা, সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৩ জিলহজ ১৪৪৫

ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়তে পারেন আজ

২০১৯ এপ্রিল ০৫ ১২:২৯:১০
ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়তে পারেন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার বিকেলে ৩টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার কথা রয়েছে।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপুও এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকেলে তার (ওবায়দুল কাদের) ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গেল ৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিন ৪ মার্চ তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর