thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে রাজধানী‌তে যুবদ‌লের বি‌ক্ষোভ

২০১৯ এপ্রিল ০৫ ১২:৪৩:০১
খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে রাজধানী‌তে যুবদ‌লের বি‌ক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‌বিএন‌পির চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়ার সু‌চি‌কিৎসা ও নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে রাজধানী‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।

শুক্রবার বেলা ১১টায় মগবাজার থে‌কে হাতির‌ঝিল পর্যন্ত যুবদল উত্ত‌রের নেতাকর্মীরা এ বি‌ক্ষোভ ক‌রেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠ‌নিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সভাপ‌তি এস এম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বি‌ভিন্ন থানার নেতাকর্মীরা।

মিছিলে যুবদলের নেতাকর্মীরা ‘মু‌ক্তি মু‌ক্তি মু‌ক্তি চাই, খা‌লেদা জিয়ার মু‌ক্তি চাই’, ‘খা‌লেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছা‌ড়ি নাই’, ‘খা‌লেদা জিয়ার মিথ্যা মামলা, তু‌লে নাও নি‌তে হ‌বে’, ‘খা‌লেদা জিয়ার কিছু হ‌লে, জ্বল‌বে আগুন ঘ‌রে ঘ‌রে’ এসব স্লোগা‌ন দি‌য়ে পু‌রো এলাকা মুখ‌র ক‌রে তো‌লেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর