thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

দীর্ঘ ১ মাস পর হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

২০১৯ এপ্রিল ০৫ ১৮:১৭:১৪
দীর্ঘ ১ মাস পর হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে দীর্ঘ এক মাস পর ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার বাংলাদেশ সময় দেড়টার দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ওবায়দুল কাদের হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে গাড়িতে উঠছেন। এ সময় ওবায়দুল কাদের সকলের উদ্দেশ্যে হাত নাড়েন।

শেখ ওয়ালিদ ফয়েজ ফেসবুকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির হাসপাতাল ছাড়ার মুহূর্ত।

এর আগে সকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাছের জানান, হাসপাতাল থেকে আজকেই ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয়া হবে।

গত ৪ মার্চ ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। এদিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে সেখানেই থাকতে হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর