thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সারারাত অনাহারে ছিলেন বিএনপির ৫ নেতা

২০১৩ নভেম্বর ০৯ ১৬:৩৫:২১
সারারাত অনাহারে ছিলেন বিএনপির ৫ নেতা

কাজী জামশেদ নাজিম, দিরিপোর্ট২৪ : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে শুক্রবার রাতে বিএনপির পাঁচ নেতা অনাহারে ছিলেন। পুলিশের পক্ষ থেকে তাদের রাতের খাবার সরবরাহ করা হলেও অনেকটা অভিমান করে তারা খাবার খাননি।

তাদের খাবারের তালিকায় ছিল রুই মাছ, ভাজি, ডাল ও ভাত। এ সময় শুধু পানি পান করেছেন তারা।

ডিবি সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়। রাত সোয়া ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়।

নামা প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা জানান, আটকের পরে বিএনপির পাঁচ নেতাকে পৃথক পাঁচটি কক্ষে রাখা হয়। মওদুদ আহমদকে রাখা হয় ডিবির এডিসি খন্দকার নরুন্ননবীর কক্ষে, এমকে আনোয়ারকে এডিসি রাকিবের কক্ষে এবং রফিকুল ইসলামকে রাখা হয় ডিবির মূলভবনের দ্বিতীয় তলার এডিসি মোখলেছুর রহমানের কক্ষে। শিমুল বিশ্বাস ও মিন্টুকে অন্য দুটি সাধারণ কক্ষে রাখা হয়।

আটক পাঁচ নেতাকে ডিবি কার্যালয়ে আনার পর নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের জন্য ডিবির ক্যান্টিনের খাবার সরবরাহ করা হয়। এ সময় তারা খাবার ফিরিয়ে দেন।

এ বিষেয়ে ডিবির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণ রায় জানান, আটক বিএনপির নেতারা রাতে যে সকল সুযোগ সুবিধা চেয়েছেন নিয়মের মধ্য থেকে তা দেওয়া হয়েছে। রাতে ও সকালে তাদের জন্য বরাদ্দ খাবার সরবরাহ করা হয়েছে। তারা সকালে সে খাবার খেয়েছেন।

(দিরিপোর্ট২৪/কেজেএন/এআইএম/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর