thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পাবনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

২০১৯ এপ্রিল ০৬ ১৭:৩৬:৪৮
পাবনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ (৭১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে আতাইকুলা থানার সাদুল্লাহপুর ইউনিয়নের তেলিগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত আব্দুস সামাদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশি আব্দুর রাজ্জাকের। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায় প্রতিপক্ষের এলোপাথারী মারপিটে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সামাদ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আজির উদ্দিন (৪৫), জহুরুল ইসলাম (৩৯) ও মহসীন আলীকে নামের তিনজনকে আটক করে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুইজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহত আব্দুস সামাদের মেয়ে রোজিনা বাদী হয়ে ৯ জন নামীয়সহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর