thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্নের নির্দয় প্রতিশোধ

২০১৯ এপ্রিল ০৭ ১১:২৬:৪০
ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্নের নির্দয় প্রতিশোধ

দ্য রিপোর্ট ডেস্ক: ঘরের মাঠ অ্যালেঞ্জা অ্যারেনায় প্রতিদ্বন্দ্বী ডর্টমু্ন্ডকে পেয়ে পুড়িয়ে ছারখার করে দিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

৫ বার ডর্টমুন্ডের জালে বল জড়াল তারা। আর বায়ার্নের রক্ষণভেদ করে তার কোনোটাই পরিশোধ করতে পারলেন না অতিথিরা। তবে এতে নিশ্চয়ই অতটা বিধ্বস্ত হয়নি বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্নের বিপক্ষে এর চেয়ে বড় হার তারা দেখেছে। কিন্তু এবারের হারটা একটু অন্য রকম।

লিগ টেবিলে দুই পয়েন্ট এগিয়ে থেকে অ্যালেঞ্জা অ্যারেনায় এসেছিল ডর্টমুন্ড। আর ফিরছে এক পয়েন্ট পিছিয়ে টেবিলে দুইয়ে নেমে।

শনিবার রাতের ওই ম্যাচে দর্শকদের মাতিয়ে প্রথমার্ধে একের পর এক গোল দিতে থাকে বায়ার্ন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪ গোল হজম করে ডর্টমুন্ড।

দ্বিতীয়ার্ধের শেষ সময়ে আরও এক গোল যোগ করে ৫-০ তে ম্যাচ শেষ করে তারা।

তবে এ ব্যবধানে হেরেও সন্তুষ্ট থাকতে পারে ডর্টমুন্ড। খেলায় বায়ার্নের আধিপত্যে গোলের সংখ্যা আরও বাড়তে পারত।

এ ম্যাচে বায়ার্নের হয়ে দুশ গোলের (২০১) মালইফলক ছুঁয়েছেন পোলিশ স্ট্রাইকার লেভানডস্কি। গেল তিন মৌসুমে অন্তত ৪০টা করে গোল করেছেন লেভান। এবারও একই রকম পারফরম্যান্স দেখাচ্ছেন বায়ার্ন স্ট্রাইকার।

এর আগে মৌসুমের প্রথম দেখায় বায়ার্নকে হারিয়েছিল ডর্টমুন্ড। এবার ঘরের মাঠে পেয়ে তার শোধটা নির্দয়ভাবে নিল বায়ার্ন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর