thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

এবার ডিএসইর ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে

২০১৯ এপ্রিল ০৭ ১৮:২৩:০৬
এবার ডিএসইর ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করার সুযোগ চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। যাতে এখন পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে। এজন্য সরেজমিনে উপস্থিত বা চিঠি পাঠানোর প্রয়োজন হবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে ‘complaint cell’ গিয়ে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট ট্রেকহোল্ডারের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এক্ষেত্রে অভিযোগকারীর নাম, বি.ও আইডি, ক্লায়েন্ট কোড, ট্রেকহোল্ডার নাম, অভিযোগকারীর যোগাযোগের ঠিকানা, যোগাযোগ নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি প্রয়োজন হবে। নির্দিষ্ট স্থানে ওইসব তথ্য দিয়ে ‘Description Of the complaint' এ অভিযোগের বিস্তারিত তুলে ধরতে হবে।

এর আগে ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির ইস্যুয়ারের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টি চালু করে ডিএসই কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর