thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অসুস্থ শিক্ষার্থী পরিবহনে যবিপ্রবির অ্যাম্বুলেন্স না দেওয়ার অভিযোগ

২০১৯ এপ্রিল ০৮ ০৮:১৪:৫১
অসুস্থ শিক্ষার্থী পরিবহনে যবিপ্রবির অ্যাম্বুলেন্স না দেওয়ার অভিযোগ

যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সযোগে যশোর শহরস্থ বাসায় ফেরার জন্য এ্যাম্বুলেন্স দেওয়া হয় না বলে অভিযোগ শিক্ষার্থীদের। রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে।

অসুস্থ মন্দিরা দত্ত বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয়বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান জানান, মন্দিরা অসুস্থ হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িক্তরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলে আমরা তাকে যশোর শহরস্থ বাসায় পৌঁছে দেবার জন্য সিদ্ধান্ত নেই। মন্দিরা বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছিল, আর তার ওই ধরনের শারীরিক অবস্থা নিয়ে দুর্ঘটনাপ্রবন রাস্তায় দুপুর বেলায় কোন ভাবেই এ্যাম্বুলেন্স বাদে অন্য কোন যানবাহনে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু মেডিক্যাল সেন্টার থেকে আমাদেরকে এ্যাম্বুলেন্স দেওয়া হয় না। পরে আমরা এমন অসুস্থ রোগীকে নিয়ে ভ্যানে করে শহরে তার বাসায় পৌঁছে দেই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল জানান, দুপুর বেলা এক শিক্ষার্থীকে তার কয়েকজন সহপাঠী অজ্ঞান অবস্থায় মেডিক্যাল সেন্টারে নিয়ে আসে। আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখি। সে যেহেতু বারবারই সংজ্ঞা হারিয়ে ফেলছিল তাই তাকে আমি কিছুক্ষণ অপেক্ষা করতে বলি কিন্তু তার সহপাঠী ও বন্ধুরা তাকে নিয়ে যেতে চাইছিল , আমি তাদেরকে তৎক্ষণাৎ না গিয়ে পরবর্তীতে যাওয়ার জন্য বলি, পরে জানতে পারি তাকে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স না দেওয়ার বিষয়ে তিনি বলেন, এমন ঘটনা কখনও ঘটে না যে অসুস্থ শিক্ষার্থীদেরকে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয় না, আর অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি এটার বিষয়ে আমি কিছু জানি না।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর