thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ফেসবুকে স্ট্যাটাস: চবি শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

২০১৯ এপ্রিল ০৮ ২০:২১:৫০
ফেসবুকে স্ট্যাটাস: চবি শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

চবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগ আনা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজীর বিরুদ্ধে। ওই শিক্ষককে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সোমবার এ নোটিশ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

কে এম নূর আহমদ সাংবাদিকদের বলেন, ‘ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।’

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘গত ৪ তারিখ ফেসবুকে গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ শীর্ষক পোস্টের মাধ্যমে চবির সুনাম নষ্ট হয়েছে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে। ক্যাম্পাসে বিশৃঙ্খলা দমনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেয়াকে গুণ্ডামি বলে তিনি প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে গুণ্ডামিতে লিপ্ত ছাত্র ছাত্রীদের সহিংসতার পথে উস্কানি দিয়েছেন যা চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় এ অভিযোগে কেন ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’

গত ৪ তারিখ গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ শিরোনামে দেয়া ওই ফেসবুক পোস্টে আলী আর রাজী লিখেন, ‘শিক্ষকতাকে যদি পেশা হিসেবে নিয়ে থাকেন তাহলে ছাত্র-ছাত্রীদের সাথে যুক্তি-তর্ক-বিচার-বিশ্লেষণ তথা শিক্ষিতজনের মতো জ্ঞাণের ভাষায় সমস্যা সমাধানের চেষ্টা করেন। যদি তা না পারেন, যেটুকু পারেন সেটুকু দায়িত্ব রেখে বাকিটুক ছেড়ে দেন। কথায় কথায় নিজের ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেবেন, অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেবেন, ভয় দেখাবেন- এসব কোন শিক্ষকের কাজ হতে পারে না। দোহাই আপনাদের, শিক্ষকের কলুষিত মর্যাদাকে আরও কালিমালিপ্ত করবেন না।’

এ বিষয়ে আলী আর রাজী বলেন, ‘বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এমন প্রবণতা রয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হওয়া উচিত এবং পরিচালিত হচ্ছে, তা বলার অধিকার আমার আছে। এখানে সুনির্দিষ্টভাবে কোন বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন তাদের দিকে এটি টেনে নিলো বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না।’

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর