thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

জিতেই চলেছে ঢাকা আবাহনী

২০১৯ এপ্রিল ০৮ ২১:০২:৫৮
জিতেই চলেছে ঢাকা আবাহনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারের এএফসি কাপে দারুণ সূচনা হয়েছে ঢাকা আবাহনীর, নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে ১-০ গোলে। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেই সাফল্যে উচ্ছ্বসিত দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব। সোমবার প্রিমিয়ার ফুটবল লিগে তাদের প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম আবাহনী। দুই আবাহনীর লড়াইয়ে জয় পেয়েছে ঢাকার দলটি। গতবারের লিগ চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে ঢাকা আবাহনী। ম্যাচের দশম মিনিটে তরুণ স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন এগিয়ে দিয়েছেন দলকে। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

৩৯ মিনিটে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ রাখেন রেফারি। প্রায় ৪০ মিনিট পর খেলা শুরু হলেও আর গোল হয়নি। বৃষ্টিভেজা মাঠে জয়োল্লাসে মেতে উঠেছে এ মৌসুমের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করা চট্টগ্রাম আবাহনীর অবস্থান অষ্টম।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে আরামবাগ ২-১ গোলে বিজেএমসিকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা পল এমিল ও রবিউল হাসান। পেনাল্টি থেকে বিজেএমসির একমাত্র গোলটি করেছেন স্যামসন ইলিয়াসু।

১১ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করা আরামবাগের অবস্থান পঞ্চম। এক ম্যাচ কম খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বিজেএমসি।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর