thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

২০১৯ এপ্রিল ০৯ ১৯:০৬:৪২
আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহীর বড় আমবাগানগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একইসঙ্গে রাজধানীর ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে, সেজন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে বলেছেন আদালত। পুলিশ মহাপরিদর্শক, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও র‌্যাবের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

এ সময় আদালত বলেন, এই কেমিক্যাল ব্যবহারের কারণে মানুষের শরীরে রোগব্যাধির সৃষ্টি হচ্ছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি সাত দফা নির্দেশনা দিয়ে রায় দিয়েছিলেন আদালত। ওই রায়ের আলোকে ফের বাগানের আম বিষমুক্ত রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে আদালত এ নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৯, ২০১৯ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর