thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রানা প্লাজার মালিক সোহেলের জামিন আবেদন খারিজ

২০১৯ এপ্রিল ০৯ ১৯:৪০:৩৯
রানা প্লাজার মালিক সোহেলের জামিন আবেদন খারিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভবন নির্মাণ অনিয়মের অভিযোগে দুদকের মামলায় সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে এ মামলার বিচার সম্পন্ন করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এদিন, আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত আরও অনেকে। অভিযোগ উঠে রানা প্লাজার ভবনটি অনিয়মের মাধ্যমে ৬ তলা থেকে ১০ তলা করা হয়। ফলে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে পরের বছরের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এসএম মফিদুল ইসলাম সাভার মডেল থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৯, ২০১৯ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর