thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

বৈশাখে ফরহাদ আলমের নাটক ‘উহা একটি প্রেম ছিল’

২০১৯ এপ্রিল ০৯ ২১:৪৭:৫৪
বৈশাখে ফরহাদ আলমের নাটক ‘উহা একটি প্রেম ছিল’

দ্য রিপোর্ট ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘উহা একটি প্রেম ছিল’। ফরহাদ আলমের রচনায় ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা সজল ও অভিনেত্রী শার্লিন ফারজানা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন, জুবায়ের জাহিদ, আলামিনসহ আরও অনেকেই।

আগামী শনিবার (১৩ এপ্রিল) কাকপক্ষী প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি এনটিভিতে রাত ৯টা ০৫মিনিটে প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, কলেজ জীবন থেকে একটি মেয়েকে পছন্দ করতো সজল। কিন্তু সে মেয়েটিকে ভালবাসার কথা কখনোই বলতে পারেনি সে। নানাভাবে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হতে হয়েছিল তাকে। পড়ালেখা শেষে পারিবারিক পছন্দেই বিয়ে হয়ে যায় মেয়েটির। কিন্তু তবুও তাকে ভালবাসার বিষয়ে কিছুই জানাতে পারেনি সজল। এক বুক ব্যাথা নিয়ে বাস্তবতাকে মেনে নেয় সজল।

আট বছর পর হঠাৎ একদিন সেই মেয়েটি ফোন করে সজলকে। তারপর শুরু হতে থাকে নাটকীয় ঘটনা।

তরুণ নির্মাতা ফরহাদ আলেমর রচিত এবং পরিচালিত 'উহা একটি প্রেম ছিলো' নাটকের দৃশ্যে দেখা যাবে এমন দৃশ্য।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরহাদ আলেম জানান, বিশেষ কোনও দিনে এমন নাটক প্রচারিত হওয়ার আনন্দই আলাদা। এই কাজটির সাফল্য আসন্ন ঈদে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

তিনি আরও জানান, নাটকের শিল্পী ভালো হলে পরিচালকের কাজ অনেকটা সহজ হয়ে যায়। সজল ও শার্লিন ফারজানা দুজন ভালো শিল্পী। তারা খুব সহজে চরিত্র নিজেদের মধ্যে আয়ত্ব করতে পারেন। গল্পটি অনেক সুন্দর। বৈশাখের উৎসবে দর্শকরা ভালো একটি নাটক দেখবেন বলে আমার বিশ্বাস। নাটকটি ১৩ এপ্রিল রাত ৯:০৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর