thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মেঝেতেই ঘুমিয়ে পড়লেন ধোনি

২০১৯ এপ্রিল ১০ ১৩:১৮:২৩
মেঝেতেই ঘুমিয়ে পড়লেন ধোনি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আইপিএলের ব্যস্ত সূচি বিশ্রামের ফুসরত দিচ্ছে না ক্রিকেটারদের। কিন্তু তারাও তো মানুষ। ক্লান্তি তো স্পর্শ করে তাদেরও। সেই ক্লান্তিতে অনেক সময় চোখ বুজে আসে। মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটারও ঘুমিয়ে পড়েন বিমানবন্দরের মেঝেতে।

হ্যাঁ, শুনে হয়তো অবাক লাগতে পারে। তবে একটু বিশ্রামের জন্য মেঝে আর টেবিল কি! ক্লান্ত ধোনি বিমানে উঠার আগে অপেক্ষার সময়টায় একটি ব্যাগকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়লেন চেন্নাই বিমানবন্দরের মেঝেতেই।

সেই ছবি আবার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ধোনি নিজেই। চেন্নাই সুপার কিংস অধিনায়ক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'আইপিএলের সময়সূচির সঙ্গে মানিয়ে নেয়ার পর যদি সকালের ফ্লাইট থাকে তবে এমনই হয়।'

এ বছর আইপিএলের সূচি একটু বেশিই আঁটোসাঁটো। ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। অনেক দলেরই তিনদিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে হচ্ছে। এর মধ্যে ভ্রমণের ঝামেলা তো আছেই।

এতো সব ঝক্কি ঝামেলা পেরিয়ে খেলার পর একটু সুযোগ পেলে বিশ্রামের জন্য শরীর তো টানবেই!

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর