thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত লাশ

২০১৯ এপ্রিল ১০ ১৩:৫৩:১০
সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত লাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় তার বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উপব্যবস্থাপক মো. শাহ আলম জানান, মো. লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। গ্যাসফিল্ডের বাসভবনে তিনি একা থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।

সকালে তিনি অফিসে না আসায় সহকর্মীরা তার মোবাইলে ফোন দেন। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে গ্যাস ফিল্ড অফিসের ভেতর বাসভবনে গিয়ে জানালা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। তবে ভেতর থেকে ওই কক্ষের দরজা বন্ধ ছিল।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর